নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০১, ২০২৩
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০২, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনে’র নির্বাচন আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিল বের করা হয়েছে। মিছিলে পুলিশের ধাওয়ার ঘটনাও ঘটেছে।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) বাদ জুম’আ নগরে কোর্ট পয়েন্ট থেকে বের করা হয়। মিছিলটি বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটের কাছে গেলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে।
আরিফুল হক চৌধুরী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ সভাপতি মাবুবুর রব ফয়সল, ইকবাল আহমদ, আশিক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইস্তিয়াক সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মোদন মহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেনসহ নেতৃবৃন্দ অংশ নেন।
এএফ/