রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কমিটি ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২৩
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৩
০৬:১৭ পূর্বাহ্ন



রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কমিটি ঘোষণা
ভাইস-চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সেক্রেটারী আব্দুর রহমান জামিল


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ২০২৪-২০২৬ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী একটি প্যানেল জমা পড়ায় এবং আর কোনো প্রার্থী না থাকায় কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারী ও ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

শনিবার অনুষ্ঠিত সিলেট ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা কোরাম সংকটে মুলতবির পর নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলিপ কুমার কর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, নির্বাচন কমিশনার আব্দুর রশিদ রেনু, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটি সচিব ও ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ২০২৪-২৬ তিন বছর মেয়াদে নির্বাচিতরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সেক্রেটারী মো. আব্দুর রহমান জামিল, সদস্য মো মজির উদ্দিন, মস্তাক আহমদ পলাশ, মো. সোয়েব আহমদ, আমাতুজ জহুরা রওশন জেবিন ও শান্ত দেব। 

এএন/০৪