সিলেট রেড ক্রিসেন্টের সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৩
০৬:১৯ পূর্বাহ্ন



সিলেট রেড ক্রিসেন্টের সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
৫১তম বার্ষিক সাধারণ সভায় নাসির উদ্দিন খান


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় অনন্য অবদান রাখছে। এই স্বকীয়তা ও সম্মান রক্ষায় নিজস্ব অবস্থান থেকে রেড ক্রিসেন্টের প্রত্যেকেই কাজ করতে হবে। সিলেট রেড ক্রিসেন্টের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নার্সিং প্রশিক্ষণসহ অন্যান্য কাজের জন্য একটি আট তলা ভবনের নকশা প্রনয়ণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপির সহযোগিতায় এর কাজ এগিয়ে চলেছে। গৃহিত প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোরাম সংকটের কারণে সভাপতি সাধারণ সভা মূলতবী ঘোষনা করেন। মূলতবীসভা রবিবার একইস্থানে একইসময়ে অনুষ্ঠিত হবে।

শনিবার (২ ডিসেম্বর) চৌহাট্রাস্থ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যান কেন্দ্রে আয়োজিত সভা পরিচালনা করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল। 

সাধারন সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলিপ কুমার কর, নির্বাচন কমিশনার আব্দুর রশিদ রেনু, নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটি সচিব ও ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য মো. ফৌরদৌস চৌধুরী রুহেল, মো মজির উদ্দিন, সোয়েব আহমদ, আমাতুজ জহুরা রওশন জেবিন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হান্নান, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তিগুপ্তসহ সিলেট ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ মাতৃমঙ্গল হাসপাতাল ও মুজিব জাহান রক্ত কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী ও গীতা পাঠ করেন যুব রেডক্রিসেন্ট সদস্য সুমিত অধিকারী।

এএন/০৫