সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২৩
১১:০৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৩
১১:০৬ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আইন বিভাগ এবং প্রক্টরিয়াল কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। আইন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল কবিরকে নিয়োগ দেয়া হয়েছে।
৩ ডিসেম্বর রবিবার,উপাচার্য'র কার্যালয়ে তারা স্ব স্ব পদে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২ ডিসেম্বর এক আদেশে হুমায়ুন কবীরকে প্রক্টর এবং আইন বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এএন/০৬