জাতীয় অধ্যাপক আব্দুল মালিকের মৃত্যুতে আরিফুল হকের শোক

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২৩
০৭:৫১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৩
০৮:০১ অপরাহ্ন



জাতীয় অধ্যাপক আব্দুল মালিকের মৃত্যুতে আরিফুল হকের শোক


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখার জন্য জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক  চিরস্মরণীয় হয়ে থাকবেন। একাধারে সফল চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজসেবকের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যা পূরণ হওয়ার নয়।’

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক আর নেই


প্রসঙ্গত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক আর নেই (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। আব্দুল মালিকের স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। 


এএফ/০৩