নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৮, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে সিলেটের ২৬ থানার ওসিকে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে সিলেট মহানগর পুলিশের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহাকে (পিপিএম) সুনামগঞ্জের ধর্মপাশা থানায়,মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায় বদলি করা হয়েছে।
এসব থানায় নতুন ওসির দায়িত্বও বন্টন করা হয়েছে। এসএমপির বিমানবন্দর থানার দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া, জালালাবাদ থানার নতুন ওসি সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, শাহপরাণ থানায় মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, দক্ষিণ সুরমা থানায় মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান এবং মোগলাবাজার থানার নতুন ওসির দায়িত্বে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।
এএফ/০৯