৭১'র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রবিবার সিলেটে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৮, ২০২৩
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৩
০৫:৩৫ পূর্বাহ্ন



৭১'র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রবিবার সিলেটে মানববন্ধন


আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের মতাদর্শী রাজাকার, আল-বদর আল-সামসের সহযোগিতায় নিরীহ বাঙালী জাতির উপর নৃশংস গণহত্যার আন্তর্জাতিকভাবে জাতীয় সংঘ কর্তৃক স্বীকৃতির দাবিতে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট মহানগর শাখা আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণহত্যা বিরোধী লোকজনের প্রতি আহবান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজ।

এএন/০১