নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৮, ২০২৩
০৭:৩৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৩
০৯:১৪ অপরাহ্ন
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বড় চালান আটক করা হয়েছে। এবার স্বর্ণের বারের সঙ্গে জব্দ করা হয়েছে তরল সোনাও। যার ওজন প্রায় ১ কেজি ৫৯১ গ্রাম। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে ল্যান্ড করা বিমানে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন এসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তার আগে গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালানো হয়। এ সময় বিমানের ৩২ জে এবং ২১ এ,বি,সি, সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮০ পিস স্বর্ণের বার ও ৬ পিস ডিম্বাকৃতির বক্সে আনা তরল স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩৪ কেজি।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘২৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৩২ কেজি ৪৮০ গ্রাম। সঙ্গে ৬ পিস ডিস্বাকৃতির বক্সে থাকা ১ কেজি ৫৯১ গ্রাম তরল সোনা উদ্ধার করা হয়েছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।