সিলেটে মানববন্ধনে ভাইয়ের খোঁজ চাইলেন ‘নিখোঁজ’ দিনারের বোন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১০, ২০২৩
১০:১৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৩
১২:৩৮ পূর্বাহ্ন



সিলেটে মানববন্ধনে ভাইয়ের খোঁজ চাইলেন ‘নিখোঁজ’ দিনারের বোন


আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন অংশ নিয়ে ভাইয়ের সন্ধান চাইলেন ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে দাবি জানান, ‘আমার ভাইকে আপনারা ফেরত দেন। আমি রাস্তায় নেমেছি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে ফেরত দেন আমি ঘরে ফিরে যাবো।’



সিলেট জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করেন। ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের’ ব্যানারে মানববন্ধনে অংশ নেন ‘গুম’ ও কারাভোগের স্বীকার নেতাকর্মীদের স্বজনরা।


ভাইকে ফিরে পেতে ‘নিখোঁজ’ বিএনপি নেতা দিনারের বোনের আকুতি


এক যুগেরও বেশি আগে ২০১২ সালে নিখোঁজ হন ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার। তার ছোট বোন তাহছিন শারমিন তামান্না গতকাল মানববন্ধনে হাজির হন ভাইয়ের ছবি বুকে নিয়ে। এসময় তিনি গণমাধ্যমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়ে বলেন, ‘আমার ভাইকে ফেরত দেন আপনারা। আমি রাস্তায় নেমেছি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে ফেরত দেন, আমি ঘরে ফিরে যাবো।’ নিখোঁজ ভাইয়ের দুশ্চিন্তায় বাবা-মা দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবাকে আইসিইউতে রেখে আমি আজ রাস্তায় এসেছি। আমার ভাইয়ের জন্য আমার বাবা-মা দুজনই হার্টের রোগী হয়েছেন।’ ভাইসহ নিখোঁজদের সন্ধানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শুধু আমার ভাই কেন, ইলিয়াস আলীসহ আমাদের সিলেটের চার জন মানুষ ‘গুম’ হয়েছেন। আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়, সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েছি। তারা বলেছেন, তারা সব জানেন। কিন্তু উনারা কিছু করতে পারবেন না। শুধু বলেন-তারা দেখবেন। ১২ বছর ধরে তারা দেখছেন।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘২০১২ সাল থেকে ২০২৩ সাল কী কম দিন? গুম হওয়া মানুষ কিভাবে আছে? আছে কি নাই? তাকে কিভাবে রাখা হয়েছে তাদের আয়নাঘরে আমরা তো জানি না। আমরা কিভাবে দিন কাটাচ্ছি?’

মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান আশোকের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোটেক এজাজ আহমদ প্রমুখ।


এএফ/১২