সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৩
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২৩
০৭:৩৯ পূর্বাহ্ন
মহান বিজয়ের মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় আবৃত্তি উৎসব আয়োজন করেছে সিলেটের সাংষ্কৃতিক সংগঠন শ্রুতি।
আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর চলবে এই উৎসব।
উৎসবের সূচনাপর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে।
সূচনাপর্বে থাকবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কবিতা পাঠের আয়োজন ‘আমরা তোমাদের ভুলবো না।’ থাকবে একক এবং সমবেত আবৃত্তি পরিবেশনা, কবি কন্ঠে কবিতা,পুঁথিপাঠ,নৃত্য। এতে উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তিশিল্পীবৃন্দ।
উৎসবের দ্বিতীয় দিন ১৫ ডিসেম্বর ২৩ শুক্রবার সকাল ১০ টায় সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিষয় ও বিভাগ ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে শহিদ স্মৃতি উদ্যান, সিলেট ক্যাডেট কলেজ অভিমুখে কবিতার মিছিল।
উৎসবের তৃতীয় দিনে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে আলোর মিছিল।
উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপী আবৃত্তি উৎসব পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা,রংপুর সহ বিভাগীয় শহর গুলোতে অনুষ্ঠিত হবে। আয়োজন মালায় সবার উপস্থিতি একান্ত কামনা করা হয়েছে।
এএফ/০১