এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১১, ২০২৩
০৩:৩১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৩
০৩:৩১ অপরাহ্ন



এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে জলি রাণী চন্দ (২১) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে মদিনা মার্কেট এলাকার পনিটুলা এলাকায় নিজ বসত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জলি রাণী পনিটুলার ব্লক-এ এর ৩১/১ বাসার বাসিন্দা গৌরমোহন চন্দের মেয়ে। তাঁর স্বামী প্রবাসে থাকেন। 

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

তিনি বলেন, জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। আত্মহত্যার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 


এএফ/০৬