তৃতীয় দিনে প্রার্থীতা ফিরে পেলেন সিলেটের ৫ প্রার্থী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১২, ২০২৩
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২৩
০৬:২৫ অপরাহ্ন



তৃতীয় দিনে প্রার্থীতা ফিরে পেলেন সিলেটের ৫ প্রার্থী


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেটের ৫ জন প্রার্থী। 

অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির তৃতীয় দিনে সিলেটের ৫ জন প্রার্থী নিজেদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া তৃতীয় দিনের আপিলের শুনানিতে তারা নিজেদের প্রার্থীতা ফিরে পান।

আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন- সিলেট-২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম, সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন,  সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান এবং সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

এর আগে যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্রিং কর্মকর্তারা। পরে রিটার্নিং কর্মকর্তাদের  সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেন তারা। আপিলে তারা নিজেদের প্রার্থীতা ফিরে পেলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।


এএফ/০৭