সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩
০৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৩
০৬:০৭ পূর্বাহ্ন
সিলেট নগরের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান তিনি।
এর আগে নগরের কুমারপাড়া এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান আরিফুল হক চৌধুরী। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ সহসভপতি ইকবাল আহমদ তাপাদার,জেলা বিএনপির সহ সহসভপতি মাহবুবুর রব ফয়সল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম,মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রহমান ঝলক,মহনগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল সামাদ তোহেল, আলতাফ হোসেন বিলাল, রুম্মান আহমদ, এম জহুরুল ইসলাম মখর,তসির আলী, দিলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ইকরাম হোসেন, ইন্তেজার আলী, মিলন খান, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন প্রমুখ।
এএফ/১৩