সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩
০৬:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৩
০৬:৫২ অপরাহ্ন
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে রিপা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামাবাদ এলাকার কুমারগাওয়ে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপা বিশ্বাস কুমরাগাওয়ের গোপালের (৩০) স্ত্রী এবং জৈন্তাপুর উপজেলার বেনু বিশ্বাসের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে কলহের জেরে রিপা আত্মহত্যা করে থাকতে পারেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন খাদিমপাড়ায় শাহপরাণ হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।‘
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে আত্মীয়-স্বজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর সংবাদটি গোপন করেন। এলাকায় বিষয়টি জানাজানি হলে বিকাল ৫টায় শাহপরাণ থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায় পুলিশ ।‘
আজ ময়নাতদন্ত হবে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএফ/০২