সিলেট ক্লাবের নতুন প্রেসিডেন্ট হানিফ, ভাইস প্রেসিডেন্ট জুবের

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৬, ২০২৩
০৬:২৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
০৬:৫৬ পূর্বাহ্ন



সিলেট ক্লাবের নতুন প্রেসিডেন্ট হানিফ, ভাইস প্রেসিডেন্ট জুবের


সিলেট ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচনে হানিফ আলম চৌধুরী প্রেসিডেন্ট ও আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) ক্লাব ভবনে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। মোট ৭টি পদের মধ্যে তিনটি পদে নির্বাচন হয়। বাকি চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আগেই বিজয়ী নির্বাচিত হন। 

নির্বাচনে হানিফ আলম চৌদুরী ১৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিন আহমদ পান ১১৬ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান বাবু পান ১১৮ ভোট।

নির্বাচনে স্পোর্টস অ্যান্ড কালচার পদে জিল্লুর রহমান সুমন সর্বোচ্চ ২৩১ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী শামসুন্নাহার মৌলা বেগম পান ৭০ ভোট।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ডিরেক্টর অ্যাডমিন পদে আলী ওয়াসিকুজ্জামান অনি, ডিরেক্টর ফাইনেন্স মোহাম্মদ হানিফ, 

ডিরেক্টর রিক্রিয়েশন পদে শাহাদাত হোসেন টিংকু এবং ডিরেক্টর ফুড অ্যান্ড অ্যাকমোডেশন রতীন্দ্র কুমার দাশ নিশো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। ক্লাবের ৩০৮ জন সদস্য এসময় তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচনী কমিশনার তারেক আহমদ হিমু। পরে সরকারিভাবে ফল ঘোষণা করেন ১৬তম সাধারণ সভার সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান।


এএফ/০১