এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৭, ২০২৩
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
০৩:৩০ পূর্বাহ্ন



এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ না ফেরার দেশে


বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) সাবেক অধ্যক্ষ  মো. সালেহ আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টা ১০ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফ আহমদ। তিনি বলেন, ‘রাত ৯টা ১০ মিনিটে স্যার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।’

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের সসন্তা অধ্যাপক মো. সালেহ আহমদ ১৪তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে  ১৯৯৩ সালে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।

২০১৯ সালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ২০২২ সাল পর্যন্ত তিনি সে দায়িত্বে ছিলেন।



এএফ/১৪