দক্ষিণ সুরমায় দাঁড়িয়ে থাকা বাসে আ গু ন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৭, ২০২৩
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
০৭:৪০ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় দাঁড়িয়ে থাকা বাসে আ গু ন


সিলেটের দক্ষিণ সুরমায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনালের নিকটবর্তী রেলওয়ে স্টেশনের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জানা গেছে, কদমতলী বাস টার্মিনালের পশ্চিমে সিলেট রেলওয়ে স্টেশনের রাস্তার পাশে কয়েকটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। অগ্নিসংযোগের বিষয়টি টের পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পানি নিয়ে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় আগুন নিভে যায়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায় বলে জানা গেছে।

পুলিশের ধারণা অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও দুর্বৃত্তরা সিলেটের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন দিয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।



এএফ/১৫