সরে দাঁড়ালেন মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-১ আসনে নির্ভার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৭, ২০২৩
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
০৭:৩৯ অপরাহ্ন



সরে দাঁড়ালেন মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-১ আসনে নির্ভার পররাষ্ট্রমন্ত্রী


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সরে দাঁড়িয়েছেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

দলীয় প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে তিনি নিজেকে সরিয়ে নিলেন।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোন আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব মনোনয়নপত্র জমা দেন।

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা নির্ভার হলেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট-১ আসন থেকে বাকি যেসব দলের প্রার্থী তাদের কারোই সাংগঠনিক ভিত সেরকম শক্ত নয়। এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বিগত সিটি নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল। কিন্তু তিনিও সিলেট-৩ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। পরবর্তীসময়ে তিনি ড. আব্দুল মোমেনকে সমর্থন দেন। 


এএফ/০৫