সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেটের টুকেরবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, স্হানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, ইব্রাহিম হোসেন প্রমূখ।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহবান জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘শাসক দল তাদের দলীয় প্রার্থী ও ডামি প্রার্থী দিয়ে ডোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে। অপরদিকে বিভিন্ন দল ভাঙ্গিয়ে ,উচ্ছিষ্ঠোভোগীদের জড়ো করে বিরোধী মত দমনের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র -চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্হাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে। ’
নেতৃবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচন গণ তামশায় পরিণত হয়েছে উল্লেখ করে ‘নীতিহীন অপকৌশলের 'ডামি' নির্বাচ ‘ বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এএফ/০৬