প্রবীণ নাট্যকর্মী রওশান আরা মনির রুনা'র মৃত্যুতে নাট্যায়ন সিলেট শোক

রওশান আরা মনির রুনা,


ডিসেম্বর ২২, ২০২৩
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২৩
০৬:৫১ পূর্বাহ্ন



প্রবীণ নাট্যকর্মী রওশান আরা মনির রুনা'র মৃত্যুতে নাট্যায়ন সিলেট শোক


সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন পরিচালক ও নাট্যায়ন সিলেটের নাট্যকর্মী রওশান আরা মনির রুনা আর নেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা একটার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

প্রবীণ নাট্যকর্মী রওশান আরা মনির রুনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাট্যায়ন সিলেট। এক শোক বার্তায় তারা, মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

রওশান আরা মনির রুনা শৈশব থেকে আমৃত্যু থিয়েটারের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি সহস্রাধিক মঞ্চ ও পথ নাটকে অভিনয় করে গেছেন সিলেটের বিবিসাব কান্দুনি খ্যাত রুনা। তিনি চলচ্চিত্র টেলিভিশনসহ ভিজ্যুয়াল মিডিয়ায় অভিনয় করে গেছেন দাপটের সঙ্গে।

পেয়েছে সিলেট জেলা শিল্পকলা পদক, সম্মিলিত নাট্য পরিষদ সম্মাননা পদক সহ অজস্র সম্মাননা। নাট্যায়ন সিলেট এর নাট্যকর্মী হলেও সিলেটের বিভিন্ন নাট্য সংগঠন এর সাথে তিনি কাজ করে গেছেন। মৃত্যু'র আগ পর্যন্ত তিনি নাট্যায়ন সিলেট এর উপদেষ্টা ছিলেন।

নাট্যায়ন সিলেট এর সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময় বলেন, রওশান আরা মনির রুনা ছিলেন নাটকের তথা নাট্যায়ন সিলেট এর প্রাণ। উনার মৃত্যু তে নাট্যায়ন সিলেট একজন অভিভাবক হারিয়েছে। এ-ই ক্ষতি অপূরণীয়। সর্বশেষ ২০২১ সালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিবিসাব নাটকে অভিনয় করেন। তিনি ১৯৬৩ সালের ১৪ ই এপ্রিল জন্মগ্রহণ করেন। 

বৃহস্পতিবার এশা তার নামাজে জানাজা শেষে দরগাহ মসজিদ সন্নিকটে দাফন দেওয়া হয়।



এএফ/০১