সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘প্রহসনের একতরফা নির্বাচন দেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নিবে না। আওয়ামী লীগ ক্ষমতার স্বার্থে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।’ ৭ জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভাগবাটোয়ারার ডামি নির্বাচন গণতন্ত্রকামী জনগণ বর্জন করতে প্রস্তুত রয়েছে। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুম’আ বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী তিন দিনের গণসংযোগ কর্মসূচীর দ্বিতীয় দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরের দরগাগেইট এলাকায় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নগরীর ২৩টি পয়েন্টে পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।
দরগা গেইট এলাকায় লিফলেট বিতরণকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, খায়ের আহমদ খায়ের, মঞ্জুরুল হাসান মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, সবুর আহমদ, তারেক আহমদ খান, রফিকুল ইসলাম রফিক ও আব্দুল মুনিম প্রমুখ।
এএফ/০৬