সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩
১০:২৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩
০৬:১৮ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও আগামীকালের রবিবারের অবরোধ সফল করতে সিলেটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতারা। লিফলেট বিতারণকালে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ‘ভাগাভাগীর ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে বলেন, ‘জনগনের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা খরচ করে বিরোধী দল ও ভিন্ন মতের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীদের সাজা দিয়ে পাতানো এই নির্বাচন জনগণ প্রত্যাখান করছে।’
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীটুলা ও নয়াসড়ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ নেতারা। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ করা হয়। পরে একটি মিছিলও বের করা হয়।
মিছিল শেষে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ‘গত সতেরো বছর ধরে দেশে নির্বাচনের নামে বারবার জনগণের সঙ্গে প্রহসন ও তামাশা হচ্ছে। ২০০৮ সালে আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক ফখরউদ্দীন মঈনউদ্দীন কতৃক একটি পাপেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪'সালে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে পরের দিনের ভোট আগের রাতে করে নিশি রাতের পার্লামেন্ট গঠিত হয়। এবার আবার একই প্রক্রিয়ায় আধিপত্যবাদী শক্তি পাশ্ববর্তী দেশের যোগসাজসে সরকারী দল এবং ডামি প্রার্থীদের ভাগ বাঁটোয়ারার ডামি নির্বাচন অনুষ্ঠিত করার পায়তারা করছে। জনগনের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা খরচ করে বিরোধী দল ও ভিন্ন মতের প্রায় পচিশ হাজার নেতাকর্মীদের সাজা দিয়ে পাতানো এই নির্বাচন জনগণ প্রত্যাখান করছে।’
মিছিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি ইউনুস মিয়া, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, আজির উদ্দিন, সেলিম মাহমুদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছবুর আহমেদ, ২৫'নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, খালেদ চৌধুরী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব দে, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন, বিএনপি নেতা নছিবুর রহমান বেলাল, শাকের আহমদ, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, ১৮'নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, ৫'নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ১৫'নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল, রাসেল আহমদ, স্বেচ্ছা সেবক দল নেতা সেলিম মিয়া,কাউছার হোসেন রকি, সোহেল আহমদ, এমদাদুল ইসলাম মিজান , আনহার মিয়া, ইমন আহমদ, শিপন আহমদ, ছাত্রদল নেতা সানুয়ার হোসেন সজীব, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, পরান আহমদ, আশরাফুল ইসলাম জাহিদ, গোলাম রাব্বানী রাফি, নোবেল হোসেন সায়েম, সাইমুম আহমেদ।
এএফ/০৯