নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৩
১০:৩১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩
০১:০৫ পূর্বাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) পৌনে ৪টার দিকে নগরের বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণকালে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নির্বাচন বর্জন ও আগামীকাল রবিবারের অবরোধ সফল করতে আজ বাদ আসর নগরের বন্দর বাজার জামে মসজিদ এলাকায় লিফলেট বিতরণকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দলের নেতাকর্মীরা এমাদাদ হোসেনকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এএফ/১০