মঞ্জুর আহমদ চৌধুরী সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট পুননির্বাচিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৪, ২০২৩
০৪:৪৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩
০৪:৪৮ পূর্বাহ্ন



মঞ্জুর আহমদ চৌধুরী সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট পুননির্বাচিত
সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত


ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে এ.কে.এম. মামুনুর রশিদ, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) পদে আব্দুল্লাহ আহমদ, পরিচালক (উন্নয়ন ও আবাসিক বিভাগ) পদে নেহাল মোহাম্মদ হাসনাইন এবং পরিচালক (বিনোদন বিভাগ) পদে মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ বছর পরিচালনা পর্ষদের ৯টি পদের মধ্যে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হচ্ছে পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ), পরিচালক (ক্রীড়া বিভাগ), পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) ও পরিচালক (আপ্যায়ন বিভাগ)। 


বিকেল ৪টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। নির্বাচনে ৩৫১ ভোটারের মধ্যে ২০৪ জন ভোটার ভোট দেন।  নির্বাচনে পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) পদে মো. তাহমিনুল ইসলাম খান অ্যাডভোকেট, পরিচালক (ক্রীড়া বিভাগ) পদে মুফতি এ.এস. শামীম আহমদ, (সাংস্কৃতিক বিভাগ) পদে গৌতম চক্রবর্তী এবং (আপ্যায়ন বিভাগ) পদে কামাল হাসান জয়লাভ করেন। 

এ বছর নির্বাচন কমিশনের আহবায়ক ছিলেন আখতার হোসেন খান অ্যাডভোকেট। কমিশনের সদস্য ছিলেন নজির আহমদ ও ফেরদৌস চৌধুরী রুহেল। 

এর আগে সকালে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন। মঞ্চে উপবিষ্ট ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী। 

বার্ষিক সাধারণ সভায় ক্লাব প্রেসিডেন্টের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, ২০২৩ সালের অভ্যন্তরীণ ও বহির্নিরীক্ষকের হিসাব পরীক্ষা ও অনুমোদন, আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষা পলিষদ, উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন গঠনসহ আগামী বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় ঐতিহ্যবাহী এই ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। ক্লাবের সার্বিক উন্নয়নকল্পে বেকিছু প্রস্তাবনা গৃহীত হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর পুননির্বাচিত প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে ক্লবকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন নির্বাচিত পর্ষদ ক্লাবের ঐতিহ্য সুরক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ সভার সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

এএন/০৪