বাঙালির স্বাধীকার আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা অতুলনীয়

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২৩
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২৩
০৫:২৫ পূর্বাহ্ন



বাঙালির স্বাধীকার আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা অতুলনীয়
-সিলেটে ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন


সিলেটে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ নানা পেশা, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে।’

তিনি বলেন, লেখনির শক্তি কত প্রবল তার নমুনা হচ্ছে ইত্তেফাক। বাংলাদেশ রাষ্ট্র গঠনে , বাঙালির মুক্তি সংগ্রামে ,স্বাধীকার আন্দোলনে  ইত্তেফাকের ভূমিকা ছিল অনন্য অতুলনীয়। এজন্য দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা- সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে বারবার কারাবরণ করতে হয়েছে। আগামী দিনেও ইত্তেফাক দেশ,জাতিকে সঠিক পথ দেখাবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া এই পত্রিকাটিকে এই পর্যায়ে নিয়ে আসতে অনেক সংগ্রাম করেছেন। মানিক মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে এই পত্রিকাটির ভুমিকা ছিল অনন্য।  

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামিলীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেপির সিলেট জেলা সভাপতি ইফতেকার আহমদ লিমন, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, কৃষিবিদ আবু নাসের, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, দূর্নীতি মুক্তকরণের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হানান ও আবদুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, আব্দুর রাজ্জাক, মো. আমজাদ হোসাইন, এনামুল হক জুবের, আফতাব উদ্দিন, খালেদ আহমদ, মুহিবুর রহমান, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

এএফ/০৩