সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৩
০২:১৮ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে ‘ফেসেস অফ খাদিমপাড়া’ শীর্ষক দুইদিন ব্যাপি ফটো এক্সিবিশন শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের সহযোগিতায় থ্রু দেয়ার লেন্স প্রজেক্ট লিড খাদিজা ফারজানা রিয়া আয়োজিত এই এক্সবিশনটি রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
ফটো এক্সিবিশন ভিসিট করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট উইমেন্স চেম্বাারের সভানেত্রী স্বর্ণলতা রায়, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সাবেক সহ সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও আফতাব উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক রবিকিরণ সিংহ রাজেশ, জেপির সিলেট জেলা সভাপতি ইফতেকার আহমদ লিমন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে রিয়া কাজ করছেন খাদিমপাড়ার চা শ্রমিক সম্প্রদায়ের যুবকদের নিয়ে। তিনি ঘনিষ্ঠভাবে তাদের সাথে কাজ করার ধরণ এবং দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করছেন। গত সেপ্টেম্বর থেকে রিয়া তাদের জীবনযাত্রা সম্পর্কে জানছেন, শিখছে এবং ডকুমেন্ট করছেন। তাদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য অধিকার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে জানা এবং সচেতন করার চেষ্টা করেছেন। এক নজরে তাদের জীবন চিত্র তুলে ধরা হয়েছে ‘ফেসেস অফ খাদিমপাড়া’ শীর্ষক ফটো এক্সিবিশনে। সোমবার ২৫ ডিসেম্বর শেষ হবে ফটো এক্সিবিশনটি।
এএন/০১