সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩
০৪:০৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৩
০৪:০৮ পূর্বাহ্ন
৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘প্রহসনে’র নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জনের আহবান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নগরের আম্বরখানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহবায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল, জাহেদ আহমদ,কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সংগ্রাম পরিষদের বিলাল আহমদ, মালেক মিয়া,মোহসিন আহমদ, জালাল উদ্দিন, খালেক মিয়া,দিনাজ আহমদ প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার যে কোন মূল্যে ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি প্রহসনের নির্বাচন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। এ ধরনের একতরফা নির্বাচন আয়োজন দেশকে চরম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মহাবিপর্যয় ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।’ তারা বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী -ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ -নির্যাতন বহুগুণে বাড়বে।’
নেতৃবৃন্দ ৭জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান।
এএফ/০৭