নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৩
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৩
০৮:২২ পূর্বাহ্ন
দৈনিক সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক আহমদ ইয়াসিন খানের বাবা মো. আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। রবিবার (২৫ ডিসেম্বর) রাত দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরাগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে প্রকাশ দু’দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুর রাজ্জাক ছিলেন ৩ সন্তানের জনক। তাঁর একমাত্র ছেলে আহমদ ইয়াসিন খান সাংবাদিক। বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ও ছোট মেয়ে থাকেন ঢাকায়।
প্রসঙ্গত, জনাব আব্দুর রাজ্জাক খানের স্ত্রী মাধুরী ইয়াসমিন গত ২৩ নভেম্বর মারা যান।
সিলেট মিরর পরিবারের শোক
এদিকে, দৈনিক সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আহমদ ইয়াসিন খানের পিতা মো. আব্দুর রাজ্জাকের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সিলেট মিরর পরিবার। পত্রিকার সম্পাদক আহমেদ নূর, প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী ও নির্বাহী সম্পাদক জিয়াউস শামস শহীন এক বিবৃতিতে মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএন/০১