সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৩
০৮:১৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৩
০৮:২০ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, সুশিক্ষিত জাতি স্বনির্ভর দেশ গড়ার হাতিয়ার। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
তিনি সোমবার (২৫ ডিসেম্বর) দিশারী স্কুল এন্ড কলেজ কালীবাড়ি ক্যাম্পাসের হলরুমে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী, মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, শ্রেষ্ঠ শিক্ষক ও সচেতন অভিভাবক সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, একটি মহান ব্রত। সমাজে যিনি শিক্ষা দান করেন বা যিনি নিজেকে শিক্ষকতার পেশায় নিয়োজিত করেন তিনি হলেন শিক্ষক। শিক্ষক ছাড়া উন্নত সমাজ, টেকসই উন্নয়ন ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাই আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নীলোৎপল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও কলেজের ভাইস প্রিন্সিপাল সুচিত্রা রানী নাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ড. এম. শহীদুল ইসলাম অ্যাডভোকেট। সম্মানিত অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস সামাদ। পবিত্র গীতা পাঠ করেন তপশ্রী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য।
বক্তব্য রাখেন সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ সভাপতি মো. সামসুদ্দোহা, নিকলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রথীন্দ্র চক্রবর্ত্তী রতন প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো- প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, দিশারী সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কনোজ কান্তি ভট্টাচার্য।
এএন/০৪