এপেক্স জেলা-৪'র বিতর্কে চ্যাম্পিয়ন গ্রীণহিলস ক্লাব

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২৩
০৮:১৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০৮:১৮ পূর্বাহ্ন



এপেক্স জেলা-৪'র বিতর্কে চ্যাম্পিয়ন গ্রীণহিলস ক্লাব


এপেক্স বাংলাদেশ জেলা-৪ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপি সিলেট নগরীর গ্র্যান্ডভিউ হোটেলের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাতিত্ব করেন

জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান অ্যাডভোকেট জালাল উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর  এপেক্সিয়ান আখতার হোসেন খান। বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, ডিজি -৪ ইলেক্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, জু্ড়ি ভ্যালি ক্লাবের অতীত সভাপতি সিরাজুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীনহিলস ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল। আইডিয়াল অব এপেক্স পাঠ করেন জেলা সেক্রেটারি-০৪  জামিল চৌধুরী। 

সিলেট বিভাগের ৫টি ক্লাবের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিরোপা লাভ করে এপেক্স ক্লাব অফ গ্রীনহিলস, দ্বিতীয় হয় এপেক্স ক্লাব অফ সিলেট মেট্রোপলিটন। প্রধান অতিথির মাধ্যমে ট্রফি গ্রহণ করেন বিজয়ী ক্লাবের দলনেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও দ্বিতীয় স্থান অধিকারী ক্লাবের দলনেতা অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত অপি। বিতর্ক  প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন অ্যাডভোকেট  মো. আব্দুল মুকিত অপি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো মাছুম আহমেদ, অ্যাডভোকেট সলমান উদ্দিন, অ্যাডভোকেট আলা উদ্দীন, অ্যাডভোকেট  মাসুদ আহমদ চৌধুরী মহসিন, অ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কয়েছ আহমদ, সার্ভিস ডাইরেক্টরঅ্যাডভোকেট ইয়াসিন আলী, হাবিবুন নবি শাহেদ, নবিন আহমদ, অ্যাডভোকেট তৌহিদ প্রমুখ। 

এএন/০১