সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩
০৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০৮:৪৩ পূর্বাহ্ন
গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক।
গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে ও ব্যাবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটের সহকারী প্রধান শিক্ষক অসিম রঞ্জন তালুকদার, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখার সিনিয়র এক্সকিউটিভ অফিসার সালমান মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
জিডিএফ’র কোষাধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, সদস্য শারমিন আক্তার রেবা, সুপার ভাইজার রায়হান খান, শিক্ষক বায়জিদ শিপন, জয়দ্বীপ কর প্রমুখ।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পাওয়া এক শতাধিক কম্বল ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের পক্ষ থেকে পাওয় ২০টি কম্বল, মোট ১২০টি কম্বল প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
এএন/০৩