প্রতীক বরাদ্দ পাননি মুহিব, মানববন্ধনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২৩
০৭:১২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০৭:১২ অপরাহ্ন



প্রতীক বরাদ্দ পাননি মুহিব, মানববন্ধনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি


প্রতীক বরাদ্দ পেতে কর্মী-সমর্থকদের নিয়ে মানববন্ধন করেছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ উপজেলার মেয়র মুহিবুর রহমান। তিনি দাবি জানিয়ে বলেছেন, ‘চার দিন আগে হাইকোর্ট প্রার্থীতা বহালের রায় দিলেও এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি?’ তিনি এসময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। 

প্রার্থীর সমর্থকরা প্রতীক বরাদ্দের দাবি লেখা সংবলিত বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘জেলা প্রশাসকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর’, ‘হাইকোর্টের আদেশ মানতে হবে‘, ‘অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চাই’, ‘২৪ শে ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীতা বহালের রায় দিলেও এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি?’, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়’ ইত্যাদি। 

 মানববন্ধন কর্মসূচিতে মুহিবুর রহমানের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিবুর রহমান, আব্দুস শহীদ, জাহেদ আহমেদ, মাসুক মিয়া, ফজলু মিয়া, রফিক মিয়া, গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট সিরাজ মিয়া প্রমুখ।

 এর আগে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে মুহিবুরের মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি। এরপর প্রার্থিতা ফেরাতে হাইর্কোটের দ্বারস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই ২৪ ডিসেম্বর রিটের আদেশ দেন হাইকোর্ট।


এএফ/০৪