‘ভাগাভাগির ডামি নির্বাচনকে জনগণ আগাম না বলে দিয়েছে’: মিফতাহ সিদ্দিকী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২৩
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩
০৭:২৩ অপরাহ্ন



‘ভাগাভাগির ডামি নির্বাচনকে জনগণ আগাম না বলে দিয়েছে’: মিফতাহ সিদ্দিকী


মহানগর বিএনপির  সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেছেন, ‘৭ জানুয়ারির ভাগাভাগির ডামি নির্বাচনকে জনগণ আগাম না বলে দিয়েছে।’ তিনি বলেন, ‘জনগণ ইতিমধ্যে এই পাতানো সাজানো নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি'র  সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মানিক মিয়া,  মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,  ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম সায়েম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সুমন, ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক জালাল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলম খান মুক্তা , এমদাদুল ইসলাম মিজান, স্বেচ্ছাসেবক দল মহানগর আহ্বায়ক কমিটির নেতা সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, সোহেল আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

মিফতাহ সিদ্দিকী বলেন, ‘বিগত ১৫ বৎসরে এই সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে আমাদের ঋণগ্রস্থ জাতিতে পরিণত করেছে। ২০০৮ সালে আধিপত্যবাদী শক্তি দ্বারা গঠিত পাপেট সরকার ২০১৪ সালে বিনা ভোটের সরকার হিসেবে ২০১৮  সালে পরের দিনের ভোট আগের রাতে করে নিশিরাতের সরকার হিসেবে সারা বিশ্বে লজ্জাজনক পরিচয় পায়।’

তিনি বলেন, ‘শুধু লুটপাট আর আধিপত্যবাদী শক্তির তাবেদারি টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে রাষ্ট্রীয় সকল সাংবিধানিক  প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজ দল ও নিজ জোটের মধ্যে ভাগাভাগির ডামি নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছে। জনগণ ইতিমধ্যে তাদের এই পাতানো সাজানো নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’


এএফ/০৫