নির্বাচন বর্জনের আহবানে নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের লিফলেট বিতরণ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৯, ২০২৩
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২৩
১২:৫৮ পূর্বাহ্ন



নির্বাচন বর্জনের আহবানে নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের লিফলেট বিতরণ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সিলেট নগরে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরের বিভিন্ন এলাকায় তারা লিফলেট বিতরণ করেন। 

লিফলেট বিতরণে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সিনিয়র সাধারণ সম্পাদক, সাফিয়া খাতুন মনি, সদস্য নাজমীন বেগম, হাওয়া বেগম প্রমুখ।

এসময় তারা জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘৭ জানুয়ারির ভাগাভাগির ডামি নির্বাচনে সাধারণ ভোটারের রায়ের প্রতিফলন হবে না। জনগণ তাই এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।


এএফ/১৪