অবশেষে প্রতীক পেলেন মুহিব

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২৩
০৫:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২৩
০৯:০৪ অপরাহ্ন



অবশেষে প্রতীক পেলেন মুহিব


উচ্চ আদালতের নির্দেশের পরও প্রতীক পেতে বিলম্বের কারণে আন্দোলনে নামার পর অবশেষে প্রতীক পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনে মুহিব ট্রাক প্রতীকই চেয়েছিলেন। সেটাই তাঁকে বরাদ্দ দেওয়া হয়েছে। 

মুহিবকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

প্রসঙ্গত, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে  মনোনয়নপত্র জমা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ইসিতে আপিলেও নামঞ্জুর হয় তার মনোনয়ন। পরে আদালতের শরণাপন্ন হলে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তবে মনোনয়নপত্র বৈধ হলেও তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

প্রতীক বরাদ্দ দেওয়ার দাবিতে সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন মুহিবুর রহমান। এরপর তাকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।


এএফ/০১