কৃতি হকি খেলোয়াড় এনায়েত আহমদ আর নেই

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩০, ২০২৩
০৪:২১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
০৯:৫৩ অপরাহ্ন



কৃতি হকি খেলোয়াড় এনায়েত আহমদ আর নেই

    

খ্যাতিমান হকি খেলোয়াড়, বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনিবার্হী পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ আর নেই। 

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির সিলেট মিরর-কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ শনিবার (৩০ ডিসেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত েহবে। 

গুণী এই ক্রীড়াবিদ সিলেট রাইফেল ক্লাবের আজীবন সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।


এএফ/০২