নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৩
০৫:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
০৫:২৯ অপরাহ্ন
নুরুল ইসলাম নাহিদ। -ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। তার আগেই হঠাৎ যেন টালমাটাল অবস্থা সিলেট-৬ সংসদীয় আসনে। সহজ সমিকরণে হাঁটা এ আসনে হঠাৎই জটিল আকার ধারণ করেছে। আলোচনায় পিছিয়ে থাকা তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন হঠাৎ করে আলোচনার কেন্দ্রে। গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে তার পক্ষে নামতে শুরু করেছেন। আর এতে সিলেট জুড়ে আলোচনা- তবে কি এবার কপাল পুড়ছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের?
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৬ সংসদীয় আসন। এ আসনে এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। এছাড়া এ আসনে লড়ছেন আরও ৫ প্রার্থী। তারা হলেন, তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন (ঈগল), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক জোটের আতাউর রহমান আতা (ছড়ি) এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার)।
বিশেষ করে গতকাল শুক্রবার থেকে এ আসন নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আওয়ামী লীগসহ বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে বিয়োগের খাতায় পড়তে পারেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। আর তা তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর জন্য। শুক্রবার সারাদিন মানুষের মুখে মুখে ছিল এই আলোচনায়ই।
মূলত নতুন এ আলোচনার ডালপালা মেলতে শুরু করে গত বৃহস্পতিবার থেকে। এদিন গোলাপগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন নুরুল ইসলাম নাহিদ। হঠাৎ কেন্দ্র থেকে জরুরি তলব করা হয় তাকে। দুপুর ১২টায় বিমানের ফ্লাইটে তিনি ঢাকায় যান। সেখানে প্রায় ৪০ মিনিট তাকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে কি কথা হয় তা অবশ্য জানা যায়নি। তবে বৈঠক শেষে নুরুল ইসলাম নাহিদ তার নেতাকর্মীদের জানিয়েছেন তিনি নির্বাচনের মাঠে রয়েছেন।
এর আগে গত বুধবার ঢাকায় যান তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরীও। ঢাকা সফরে কার সঙ্গে কোথায় আলোচনা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ব্যক্তিগত কাজে ১২ ঘণ্টার সফরে ঢাকায় গিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিএনপি’র গোলাপগঞ্জের আহ্বায়ক সানাউর রহমান।
ভোটের মাঠে তৃণমূল বিএনপি’র প্রার্থী ও দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে বেশি সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা মাইকিংয়ের জন্য প্রচারণায় নামে। এছাড়া নতুন করে এলাকায় পোস্টারিং করা হচ্ছে। নির্বাচনের মাঠে ভোটারের নজর কাড়তে প্রার্থী নিজেও প্রতিদিন একাধিক স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এসব গুঞ্জনের মাঝে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের ফুলবাড়িতে একটি কমিউনিটি সেন্টারে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীর উপস্থিতিতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ সভা করে। সেখানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি বড় অংশ।
এই নির্বাচনী সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী।
সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে উন্মুক্তভাবে কাজ করতে পারেন এজন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন। এছাড়াও তৃণমূল বিএনপির সভাপতি বীর বিক্রম শমসের মবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে বলেও তারা জানান।
সভায় তৃণমূল বিএনপির সভাপতি সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী বলেন, সবাইকে নিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনকে এগিয়ে নিতে চাই। এই আসন বিগত দিন অনেকটা উন্নয়নবঞ্চিত ছিল। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজেহাল। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমার পক্ষ সমর্থন দেওয়ায় আমি সকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, সিলেট-৬ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তার মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
এএফ/০৬