নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৩
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
০৭:১৯ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় খাসিয়ার গুলিতে কাওছার আহমদ নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাওসার গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনি আনতে শুক্রবার রাত ৯টার দিকে বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন কাওসারসহ দুই যুবক।
এ সময় ভারত সীমান্তে একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি করলে তিনি আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাঁর সঙ্গী যুবক তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে আহত হলে তাঁর সঙ্গী তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।পরে সেখানে সে মারা যায়।’
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এএফ/১০