নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০২, ২০২৪
০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২৪
০৪:০৬ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়ার অভিযোগ এক বিএনপি নেতাকে সাময়িক বহিস্কার করেছে সিলেট জেলা বিএনপি।
বহিস্কৃত নেতার নাম কছির আলী। তিনি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি এবং মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
তিনি বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়ার তথ্য প্রমাণ হাতে আসায় আমরা তাকে সাময়িক বহিস্কার করেছি।’
তবে তাঁকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, এ বিষয়ে তিন দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
এএফ/১০