প্রহসনের নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন: বাসদ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৩, ২০২৪
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২৪
০৬:২৪ অপরাহ্ন



প্রহসনের নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন: বাসদ


নির্বাচনের তফসিল বাতিলসহ নানা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। ‘একতরফা নির্বাচন তফসিল বাতিল,সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে আন্দোলন করছে বাসদ। 

আজ মঙ্গলবার (২জানুয়ারি) বিকাল ৪টায় নগরের আম্বরখানা-মজুমদারি- চৌকিদেখি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের শহিদ মিয়া, আব্দুর রশিদ, তুহিন আহমদ, নুর মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রিতম দাস, আনোয়ার হোসেন প্রমূখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ইতিমধ্যে তামাশায় পরিণত হয়েছে। নির্বাচনের প্রতি সাধারণ মানুষের কোন আগ্রহ নেই। তাই শাসক দল তাদের আসল ও ডামি প্রার্থী দিয়ে ভোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে ‘

নেতৃবৃন্দ বলেন, ‘নির্বাচনী রাজনীতি নামে নাশকতার মামলার আসামি জেল থেকে বেরিয়ে যারা মামলা দিয়েছেন সেই দলের পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, দীর্ঘদিন এক দলের সেনাপতি হঠাৎ করে চিরপ্রতিদ্বন্ধী দলের সৈনিক হয়ে যাওয়া, দীর্ঘদিন রাজনীতি করে নিবন্ধন না পেলেও মাঠি ফুড়ে বেরিয়ে আসা দল নিবন্ধন পেয়ে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া, ঘোষণা দিয়ে স্বতন্ত্র ও ডামি প্রার্থী নির্বাচনে দাঁড় করানো এবং শেষ পর্যন্ত একদলীয় নির্বাচনের দৃশ্য দেখতে যাচ্ছে বাংলাদেশ। এই ধরনের নির্বাচনে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।’

নেতৃবৃন্দ ৭জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।



এএফ/