সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪
০৪:৩৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১১, ২০২৪
০৬:০০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ওসমানীনগরের দয়ামির এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ওসমানীনগরের তাজপুর এলাকার সোনারপাড়া গ্রামের ওয়াহিদ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল আজিজ। তিনি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার ছিলেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএফ/০৪