বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৪, ২০২৪
০৭:২৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২৪
০৭:৩১ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের মৃত্যুবার্ষিকী আজ


সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের ১১তম মৃত্যুবার্ষকী আজ রবিবার। 

এ উপলক্ষে ‘জেবুন্নেছা এনাম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত। সকাল ১১টায় দুস্থ ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান ও বাদ জোহর ঝেরঝেরী পাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সমশের জামাল। তিনি তাঁর পরিবারের পক্ষে সকালের কাছে দোয়া প্রার্থনা করেন।

এএন/০১