সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪
০১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২৪
০১:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। বিভিন্ন সময়ে তিনি সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পদকে পূঁজি করে তিনি কখনও সম্পদের পিছনে ছুটেননি।নিঃস্বার্থভাবে তিনি দলের জন্য দেশের জন্য আজীবন কাজ করে গেছেন।
রোববার (১৪ জানুয়ারি) সৈয়দা জেবুন্নেছা হকের স্বামী বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের ১১তম মৃত্যুবার্ষকী উপলক্ষে ‘জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন’ আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।
নগরীর সিটি সেন্টারে ফউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সন্তান, জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের পরিচালক সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সমশের জামাল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক সমশের রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
এ উপলক্ষে ‘জেবুন্নেছা এনাম ফাউন্ডেশন’আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত।বাদ এশা নগরীর ঝেরঝেরী পাড়া মাদ্রাসায় আয়োজন করা হয দোয়া মাহফিল।
এএন/০২