আলিয়া মাঠে মাহফিল সফলে মুজাহিদ কমিটির প্রচারণা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২৪
০৭:১৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২৪
০৭:১৬ পূর্বাহ্ন



আলিয়া মাঠে মাহফিল সফলে মুজাহিদ কমিটির প্রচারণা


বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী সিলেটের সর্ববৃহৎ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বৃহস্পতি শুক্র ও শনিবার।

প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত সিলেটসহ দেশের খ্যাতিমান আলেম ওলামাগণ বয়ান পেশ করবেন। বৃহস্পতিবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলে কার্যক্রম শুরু হবে।

ইতিমধ্যে ওয়াজ মাহফিলের ব্যাপক প্রস্ততি হাতে নেওয়া হয়েছে প্রায় লক্ষাধিক মুসল্লি ওয়াজ মাহফিল অংশ নেবে বলে আয়োজকরা মনে করছেন। পর্দার সাথে আলাদা প্যান্ডেলে মহিলাদের ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রয়েছে। সিলেট সহ হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ থেকে আগত সাধারণ মানুষ সহ মুজাহিদরা মাহফিল শুনে মাঠে রাত্রি যাপন করবেন। মাহফিল ঘিরে সিলেটের তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরো সিলেট  জুড়ে মাইকিং পোস্টারিং লিফলেট সহ বিশেষ ব্যক্তিদের কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে।

দাওয়াতি কাজের অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সিলেট জেলা মুজাহিদ কমিটি নগরের লালদীঘিরপার, হকার মার্কেট মহাজনপট্টি সহ বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ লিফটের বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সদস্য ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ইয়াসিন আহমদ, মো.  আবুল হোসেন, মোহাম্মদ  আলাউদ্দিন, মো. গোলাপ মিয়া সহ নেতৃবৃন্দ।

এএন/০২