জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৪
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৪
১২:৫৩ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ ৪ নেতাকর্মীর মৃত্যুর পর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবেহেলার অভিযোগ এনে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে তদন্ত টিম।
দিনব্যাপী তদন্ত পরিচালনা করেন জেলা প্রশাসক গঠিত তদন্ত টিম পরিদর্শন ও আসেন অতিরিক্ত সচিব স্বাস্থ্য বিভাগ (নাসিং ও মিডওয়াইফারি অনুবিভাগ) এনামুল হাবিব, ডাইরেক্টর জেনারেল স্বাস্থ্য অধিদপ্তর উপ-পরিচালক প্রশাসন-২ ডা. মো. বদ্দিউজ্জামান, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, এডিশনাল এসপি (ট্রাফিক) রফিকুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ, ডা. মো. হারুন অর রশিদ, এডিশনাল এসপি (এডমিন অর্থ) মাহফুজা আক্তার শিমুল, জৈন্তাপুর কানাইঘাট সার্কেল (এএসপি) অলক কান্তি শর্মা৷
পরিদর্শনকারী ও তদন্ত টিমের সদস্যরা সকাল হতে বিভিন্ন ব্যক্তি, চিকিৎসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের নিকট হতে পৃথক পৃথক ভাবে ঘটনার বক্তব্য শুনেন ৷
অতিরিক্ত সচিব এনামুল হাবিব বলেন, ‘আমি হাসপাতাল পরিদর্শন করেছি ৷ গঠিত তদন্ত টিম ঘটনার তদন্ত প্রতিবেদন দিবেন ৷’ এসময় তিনি বলেন, ‘যে কোন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য সেবা চালু রাখা দরকার।’ স্বাস্থ্যসেবা কোনোভাবে বন্ধ না রাখতে এসময় তিনি নির্দেশ দেন ৷
তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। পরবর্তীতে বিস্তারিত বলা যবে জানিয়ে তিনি বলেন, আমাদের তদন্ত আজ হতে শুরু হয়েছে পরবর্তিতে জানানো হবে ৷
এর আগে গতকাল শনিবার রাতে এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. সালাহ উদ্দিন মিয়া বাদী হয়ে প্রায় ৩ শত অজ্ঞাত ব্যক্তির উপর থানায় মামলা দায়ের করেন৷
এএফ/০৭