প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২৪
০৩:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৪
০৩:৪৩ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। তাঁদের মধ্যে এবার নতুন করে নিয়োগ পাওয়া কামাল আবদুল নাসের চৌধুরী পেয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব।

প্রধানমন্ত্রীর অন্য উপদেষ্টাদের আগের মতোই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মসিউর রহমানকে অর্থনৈতিক উপদেষ্টা, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, সালমান এফ রহমানকে বেসামরিক শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সেদিন দায়িত্ব বণ্টন করা হয়নি। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

তাঁদের মধ্যে সালমান এফ রহমানের নিয়োগ হয়েছে অবৈতনিক।


এএফ/০৮