নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন
বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। সোমবার সকাল ১১টায় সিলেট নগরের সুবিধবাজারস্থ পিটিআই হলরুমে তার হাতে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা তুলে দেওয়া হয়।
সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ২০২৩ সালে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিযোগীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
এএফ/০৫