বড় অগ্নিকান্ড থেকে বাঁচল আম্বরখানা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৪, ২০২৪
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২৪
০৫:২৭ অপরাহ্ন



বড় অগ্নিকান্ড থেকে বাঁচল আম্বরখানা


অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সিলেট নগরের ব্যস্ততম আম্বরখানা এলাকা। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে পশ্চিম আম্বরখানায় ইউনিমার্ট ভবনের সামনে সড়কে থাকা বৈদ্যুতিক খুটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানা গেছে, বৈদ্যুতিক খুটিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হুতেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় আম্বরখানা এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। তবে আগুনে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

এর আগে গত রবিবার বিকালে নগরের পাঠানটুলায় এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হন। এরমধ্যে দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 


এএফ/১১