সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪
১১:৫২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২৪
১১:৫২ অপরাহ্ন
‘প্রগতি-শান্তি-ঐতিহ্য-জ্ঞান/ সুহৃদ সমাজ গড়ি সনাতনী প্রাণ,’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে সুহৃদ সমাজ নামে সামাজিক সংগঠন।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেল পাঁচটায় নগরের ঐতিহ্যবাহী মদনমোহন সরকারি কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। এতে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী ও সংগঠনের সৃহৃদকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়ের সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল দাসের সঞ্চালনায় বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুজমদার চন্দন, অধ্যাপক পার্থসারথী নাগ, চিত্র নির্মাতা নিরঞ্জন দে, কবি ও ব্যাংকার সুমন বনিক, শিক্ষক ও লেখক সঞ্জয় কুমার নাথ, শিক্ষক শাশ্বতী ঘোষ সোমা।
সুহৃদ সমাজ সিলেট-এর ঘোষণাপত্র পাঠ করেন শিক্ষক শিলা সাহা।
সম্মানীয় অতিথির বক্তব্য দেন শ্রীমা সারদা সংঘের সভাপতি খুশি সেন, শিক্ষাবিদ বাবলী পুরকায়স্থ, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন ঋতশ্রী দে ত্রাহি। অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন। সংগীত পরিবেশন করেন সুহৃদ সমাজের সদস্যরা।
এএফ/০৬