কথাকলি সিলেটের নতুন কমিটির অভিষেক আজ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৫, ২০২৪
০৭:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২৪
১২:৩৪ পূর্বাহ্ন



কথাকলি সিলেটের নতুন কমিটির অভিষেক আজ


সিলেটের সুনামধন্য নাট্য সংগঠন কথাকলি সিলেটের ১৪৩০-৩২ বঙ্গাব্দের কার্যকর কমিটির আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ফয়েজ জহির। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নাটক, দলীয় সংগীত ও বাউল গান। 

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কথাকলি পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।


এএফ/০২